No Internet Connection !

কক্সবাজার জেলা পরিচিতি

প্রশ্ন: কক্সবাজার জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: কক্সবাজার জেলার আয়তন কত? উ: ২,৪৯১.৮৬ বর্গ কিঃমিঃ।
প্রশ্ন: কক্সবাজার জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: জাগ্রত কক্সবাজার।
প্রশ্ন: কক্সবাজার জেলার নদ-নদী কি কি? উ: নাফ, মাতামুহুরী নদী।
প্রশ্ন: কক্সবাজার জেলার সীমানা কি? উ: কক্সবাজার জেলার সীমানা:

✅ উত্তরে: চট্টগ্রাম

✅ দক্ষিণে: বঙ্গোপসাগর

✅ পূর্বে: বান্দরবান ও মায়ানমার

✅ পশ্চিমে: বঙ্গোপসাগর


প্রশ্ন: কক্সবাজার জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: শাহ পরীর দ্বীপ, এলিফ্যান্ট পয়েন্ট, মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া বাতিঘর, হিমছড়ি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, ইনানী সমুদ্র সৈকত।
প্রশ্ন: কক্সবাজার জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: তৈস্ক্রীয় বালু, প্রকৌশলী শীলা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর প্রভৃতি।
প্রশ্ন: কক্সবাজার জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: অধ্যাপক শমসের উদ্দিন আহমেদ, শহীদ সাবের, ড. শাহজাহান মুনির (শিক্ষাবিদ), আবদুল রশিদ সিদ্দিকী।
প্রশ্ন: কক্সবাজার জেলার গ্রাম কতটি? উ: ৯৯২টি।
প্রশ্ন: কক্সবাজার জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৭১টি।
প্রশ্ন: কক্সবাজার জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৯টি। চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ, কক্সবাজার সদর, রামু, পেকুয়া, ঈদগাঁও।
প্রশ্ন: কক্সবাজার জেলার পৌরসভা কতটি? উ: ৪টি। কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী ।
প্রশ্ন: কক্সবাজার জেলার জাতীয় সংসদের আসন কতটি? উ: ৪ টি।
তথ্যসূত্র: coxsbazar.gov.bd
top
Back
Home
Gsearch